আজিজুল হক সানু, বাহুবল(হবিগনজ)– বাহুবলে পাহাড়ী এলাকায় জালালের শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে। গত ১২ বছর ধরে ঘাত-প্রতিঘাতের গ্লানির মাঝেও অবিরত রয়েছে। অবিরত রাখার প্রত্যাশাকারী, হযরত শাহজালাল (রহ) কেজি এন্ড হাই স্কুলের পরিচালক মোঃ জালাল উদ্দীন জানান, বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের ভিতরে স্কুলটি প্রতিষ্ঠিত করেন গত
২০০৮ সালে। বিএসসি পাস করার পর বিভিন্ন সুযোগ সুবিদার মুখ দেখলেও তিনি ওই মুখি মুখ ফিরিয়ে রেখে মাটির একটি ঘরেই ৩ শিক্ষক ও ৩০জন শিক্ষার্থীদের নিয়ে ৩য় শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর মধ্যে যাত্রা শুরু করেন। পর্যায়ক্রমে সফলতায় ১০শ্রেণিতে উন্নীত হয়ে ১২জন শিক্ষক দায়িত্ব পালন করছেন ২৫০জন শিক্ষার্থীদের।
নতুন বছরে সাড়ে ৩শতাধিক শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে বলেন, শিক্ষক নিয়োগ সহ শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। তবে শ্রেণী কক্ষ, দেয়াল প্রাচির খুবই জরুরী। স্থানীয়ও সরকারী সহযোগীতায় প্রকট সমস্যার সমাধান হতে পারে। আর সকলের সহযোগীতায় অন্ধ পথের দিশারী ভুমিকা রাখার বিকল্প নেই।