বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ অবসানে  চুক্তি সই

সংগৃহীত ফাইল ছবি।

বাংলা সংবাদ২৪ ডেস্ক– চলমান বাণিজ্য যুদ্ধ শিথিলে একটি চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও চীন। এই বাণিজ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাজার অস্থিতিশীল হয়ে উঠে এবং চাপ পড়ে বৈশ্বিক অর্থনীতি।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তি মার্কিন অর্থনীতিতে ‘ইতিবাচক পরিবর্তন’ আনবে। চীনা নেতারা এই চুক্তিকে ‘উভয়পক্ষের জন্য লাভজনক’ আখ্যা দিয়ে বলেছেন দু’দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে এই চুক্তি সাহায্য করবে।

চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি এবং মেধাস্বত্ব আইন শক্তিশালী করার অঙ্গীকার করেছে চীন।বিনিময়ে চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক কমিয়ে অর্ধেক করার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধ অবসানে চুক্তি সইয়ে সম্মত হয়েছে এমন খবরে ঘুরে দাঁড়ায় বৈশ্বিক পুঁজিবাজার। আশা করা হচ্ছে, শিগগিরই বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে।

২০১৮ সালের শুরুতে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক চীনা পণ্যে শুল্ক আরোপ করতে থাকেন। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু করে।

দুই অর্থনৈতিক পরাশক্তির এই বাণিজ্য যুদ্ধে অস্থিতিশীল হয়ে ওঠে বৈশ্বিক বাজার। নেতিবাচক প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র ও চীন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় বহু দেশ।