বাংলা সংবাদ২৪ ডেস্ক– আবারো বিতর্কিত মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বিজ্ঞানীদের কাছে অনুরোধ করেছেন, গোবর নিয়ে আরো বেশি গবেষণা করার জন্য। তিনি মনে করেন, গরু দুধ দেওয়া বন্ধ করে দিলেও গোবর থেকে কৃষকরা আর্থিকলাভে লাভবান হতে পারেন। সে কারণে বিজ্ঞানীদের কাছে এমন অনুরোধ করেছেন তিনি!
তার মতে, উত্তরপ্রদেশে মালিকানাবিহীন গরুর সংখ্যা দিন দিন বাড়ছে। এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ১২ রাজ্যের উপাচার্য ও ভেটেরিনারি কর্মকর্তাদের একটি কর্মশালায় তিনি এ কথা বলেন। মন্ত্রীর মতে, কৃষকরা গোমূত্র ও গোবর থেকে যদি আর্থিকভাবে লাভবান হতে পারেন, তাহলে গরু প্রতিপালনে আরো যত্ন নেবেন তারা।
গিরিরাজ কর্মশালায় বলেন, দুধ ছাড়াও গোমূত্র ও গোবর থেকে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। ভারতের অর্থনীতির স্বার্থে তাই গোবর নিয়ে পরীক্ষা করাটা জরুরী। চাষের খরচ কমলে কৃষকরা সত্যিই লাভবান হবেন।
তিনি আরো বলেন, আর সবার মতো গীতা, কোরান ও রামায়ণ আমি পড়েছি। মহাত্মা গান্ধী, রাম মনোহর লোহিয়া, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ আমি মেনে চলি।