রবিবার২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রজব, ১৪৪৬ হিজরি১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লালপুরে কুপিয়ে হত্যা কাউন্সিলরকে

নাটোর প্রতিনিধি–নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে কাউন্সিলর জামিরুল মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বিরোপাড়া এলাকায় তার বাড়ির অদূরে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামিরুল বিরোপাড়া গ্রামের আলহাজ্ব কামরুজ্জামানের ছেলে ও নাটোর নর্থ বেঙ্গল চিনিকলের সম্প্রতি যোগদান করা কর্মচারী।

এ ঘটনার একটু আগে নাটোরের লালপুর উপজেলা পরিষদের সামনে জামিরুলের প্রতিপক্ষ যুবলীগ নেতা জাহারুল ইসলামের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়। এরপরেই জামিরুলের ওপর হামলা করে সন্ত্রাসীরা