বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

 ব্যাংক কর্মকর্তাকে কুপিয় ৭৫ হাজার টাকা ছিনতাই

ছবি- সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– বরিশালের উজিরপুরে দিনদুপুরে আবু জাফর নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মুলপাইন এলাকায় উজিরপুর-ধামুরা সড়কে এ ঘটনা ঘটে। আহত আবু জাফরের বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলা শাখার ব্যবস্থাপক। আবু জাফর জানান, মুলপাইন এলাকার দুটি কেন্দ্র থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে উজিরপুর উপজেলা শহরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা ৩ দুর্বৃত্ত গতিরোধ করে। এ সময় তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে প্রায় ৭৫ হাজার টাকা ছিল। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি জানান, তিনজনের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দু’জনের মাথা খালি ছিল। তবে তাদের চিনতে পারেননি। তাদের একজনের হাতে রাম দা ও আরেকজনের হাতে চাপাতি ছিল।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।