বাংলা সংবাদ২৪ ডেস্ক– দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ইএ১৪৮ ফ্লাইটযোগে আগত যাত্রীর কাছে স্বর্ণবার থাকতে পারে মর্মে কাস্টমস গোয়েন্দা দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অভিযান চালায়। পরবর্তীতে ঘঝও, উএঋও এবং অচইঘ এর উপস্থিতিতে উপর্যুক্ত পলিথিনের ভেতর থেকে ২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এ অভিযান চালানো হয় এবং ঘটনা স্থল থেকে অহিদুল আলম নামের এক দুবাই প্রবাসীকে আটক করা হয়।তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।
কাস্টমস গোয়েন্দা দল বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম হয়ে একই এয়ারলাইন্সের ভিন্ন একটি ডমেস্টিক ফ্লাইটে ঢাকা যাওয়ার জন্য বিমানবন্দরের ১নং লাউঞ্জে অপেক্ষমাণ ছিলো। অভিযানের এক পর্যায়ে কাস্টমস গোয়েন্দা দল ১নং লাউঞ্জে অবস্থানরত এক যাত্রীকে চ্যালেঞ্জপূর্বক তল্লাশি চালিয়ে তার পরিধেয় জ্যাকেটের পকেট থেকে কালো পলিথিনের ভেতর ট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় কিছু স্বর্ণবার দেখতে পায়।
উদ্ধারকৃত স্বর্ণবারের মোট ওজন ২ কেজি ৩৩৩গ্রাম, যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-এর তৎপরতায় প্রায় এক কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি এবং চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে।যাত্রীসহ উদ্ধারকৃত স্বর্ণবারসমূহের ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান কাস্টমস গোয়েন্দা দল।