বুধবার২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় রেল লাইনের পাশ হতে দুই তরুনীর লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল মানছুরঃ-  কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক নারী (৩৫) নিহত হয়েছেন। অপরদিকে, রেল লাইনের পাশ থেকে অন্য নারীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লা রেলওয়ে পুলিশ তরুনী দুই জনের লাশ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছেন। তবে শুক্রবার রাত্র পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়- শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেল স্টেশন এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক নারীর মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।

এর আগে একই দিনে সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে জেলার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াাজি বাড়ী সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৩২) আরেক নারীর লাশ উদ্ধার করেছিলো রেলওয়ে পুলিশ।

  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন। তিনি জানান, উদ্ধার হওয়া দু’টি লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।