এম বি রিয়াদঃ- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞান, তড়িৎ প্রযুক্তি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৮নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন ‘ডি’ ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এস.এম মোস্তফা কামাল।
এবার ‘ডি’ ইউনিটের পাসের হার প্রায় ২০ শতাংশ। এ বছর ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে ১৯,৬১৩ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মােট কৃতকার্য হয়েছে ৩,৮৭৭ জন শিক্ষার্থী। গত ৪ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইউনিটের ফল ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.ি রঁ ধপ.নফ) থেকে জানা যাবে।
উপাচার্যের কার্যালয়ে ফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.পরেশ চন্দ্র বর্ম্মন। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ডি’ ইউনিট সমন্বয়কারী সদস্য প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, সহকারী প্রফেসর ড. সাজ্জাদ হোসাইন।