রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনলেন সিটি মেয়র !

লাইনে দাড়িয়ে পেয়াঁজ কিনছেন সিলেট সিটি মেয়র আরিফ। ছবি-সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ ডেস্ক– সোমবার সকাল ১০টা থেকে সিলেটের তিন স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সেখান থেকে পেঁয়াজ কিনতে ভিড় করেন হাজার হাজার মানুষ। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশও মোতায়েন করা হয় ট্রাকসেল কেন্দ্রগুলোতে।

তিন স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির দীর্ঘ লাইন দুপুর ১২টা। সকলকে অবাক করে সে লাইনে পেঁয়াজ কিনতে দাঁড়ান সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।ব্যাগ হাতে নিয়ে ক্বিন ব্রিজের নিচের টিসিবির ট্রাকের লাইনে দাঁড়ান তিনি। তার দেখাদেখি কয়েকজন কাউন্সিলর এবং সিসিকের কর্মকর্তাও লাইনে দাঁড়ান। দীর্ঘ দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বেলা পৌনে ২টার দিকে এক কেজি পেঁয়াজ কিনে নিয়ে যান মেয়র আরিফ।

এসময় মেয়র আরিফ বলেন, বর্তমানে দেশে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আমার নিজেরও ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের জন্য মানুষ অস্থির। আমার ঘরেও নেই পেঁয়াজ। এ কারণে লাইনে দাঁড়িয়েছি। এক কেজি পেঁয়াজ পেলে ১৫ দিন চলে যাবে।

মেয়র আরিফের লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কেনাকে নিরব প্রতিবাদ হিসেবে দেখছেন সাধারণ জনতা। তারা বলছেন, পেঁয়াজের বাজার অস্থিতীশীল। এজন্য সাধারণ জনতার কাতারে দাঁড়িয়ে মেয়র আরিফের পেঁয়াজ কিনতে আসায় অবাক হননি তারা।