রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সম্পাদকের সঙ্গে বিজেপি সম্পাদকের বৈঠক

রাম মাধব ও ওবায়দুল কাদের । ছবি: সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ ডেস্ক– সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বে দু’দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে মন্তব্য করেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব।বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, তা আরো এগিয়ে নিতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী, জানান বিজেপি সাধারণ সম্পাদক।