বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

  ছেলে  মায়ের জন্য স্বনির্ভর সুপাত্র চান

বাংলা সংবাদ২৪ ডেস্ক– স্বনির্ভর সুপাত্র চাই। পাত্রীর বয়স ৪৫। স্নাতক পাস, বই পড়তে এবং গান শুনতে ভালোবাসেন, থাকেন চন্দননগরে। গৌরব অধিকারী নামের এক ব্যক্তি এমন করেই মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন।মা দোলাদেবীর জন্য করা তার ওই পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ওই পোস্টে ১০ হাজার লাইক পড়েছে। ২৬ হাজারেরও বেশি মানুষ ওই পোস্ট শেয়ার করেছেন। কমেন্ট করেছেন পাঁচশোরও বেশি মানুষ। অনেকেই গৌরবের এমন নজিরবিহীন উদ্যোগের প্রশংসা করেছেন।আর যে দুই-একটা কটূক্তি এসেছে তার জবাব গৌরবকে দিতে হয়নি। তার ফেসবুক বন্ধু বা অন্যরাই এর জবাব দিয়েছেন। এক পোস্টে আকাশবাণীর উপস্থাপক গৌরব (২৬) বলেন, ভাইরাল করতে বা নিজে বিখ্যাত হতে এই পোস্ট করিনি।

রান্নাঘরে মা জীবনটা কাটিয়ে দেবে এটা চাই না। আমি চাই, মা আবার আগের মতো জীবন কাটাক। বিজয়া দশমীতে সিঁদুর খেলুক। মায়ের একাকীত্ব ঘোচানো আমার দায়িত্ব, কর্তব্যও। তাই মায়ের বিয়ে দিতে চাই। কেউ বাঁকা চোখে দেখলেও তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।

২০১৪ সালে গৌরবের বাবা মারা যান। তারপর থেকেই পশ্চিমবঙ্গের চন্দননগর স্টেশনের কাছে বৌবাজার শীতলাতলায় মা-ছেলের সংসার। কর্মসূত্রে বেশির ভাগ সময়ে গৌরবকে বাইরে থাকতে হয়। ফলে, দোলাদেবী বাড়িতে একাই থাকেন। বই পড়ে, গান শুনে সময় কাটান। প্রায় তিন মাস আগে গৌরব যখন প্রথম মায়ের বিয়ের কথা তোলেন তখন দোলাদেবী ভেবেছিলেন ছেলে মজা করছে! কিন্তু নাছোড়বান্দা ছেলে মাকে রাজি করিয়েছেন।

দোলাদেবী জানান, স্বামী মারা যাওয়ার পর জীবন অনেকটাই বদলে গেছে তাদের। তিনি বলেন, তিন মাস আগে ছেলের ইচ্ছার কথা শুনে আকাশ থেকে পড়ি। ছেলে খুব কাছের দু’-একজন বন্ধুকেও বিষয়টা বলেছিল। ওরাও আমাকে বোঝায়। দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলাম। শেষে ছেলের যুক্তি আর ইচ্ছার কাছে হার মানতে হয়।

ইতোমধ্যেই ভালো ভালো পাত্রের খোঁজ আসতে শুরু করেছে। ভারতের বিভিন্ন রাজ্য, এমনকি বাংলাদেশ, নিউইয়র্ক এবং প্যারিসের পাত্ররাও রয়েছেন এই তালিকায়।