শনিবার১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূকে গলাকেটে হত্যা- আটক ১

আটক ঘাতক দেলোয়ার এবং নিহত শানু বেগম। ছবি-সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ ডেস্ক:- কুমিল্লায় শানু বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৬নভেম্বর) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত ঘাতক দেলোয়ার হোসেনকে আটক করেছে। নিহত শানু বেগম ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে শানু বেগম (৪৫) তেলের পিঠা তৈরি করছিলো। এ সময় শানু বেগমের রান্নাঘরে প্রবেশ করে প্রতিবেশী দেলোয়ার হোসেন। ভোরে প্রতিবেশীর ঘরে যাওয়ার কারণ জানতে চাইলে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে।এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শানু বেগমকে বটি দা দিয়ে গলায় আঘাত করে ঘর থেকে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার সাথে জড়িত দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ঘাতক দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।তিনি জানান,তদন্তের পর বলা যাবে হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোন কারণ আছে কি-না ।