বৃহস্পতিবার২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ রক্ষা অভিযানে হামলা পুলিশসহ ১৫ আহত

বাংলা সংবাদ২৪ ডেক্স– রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় কালুখালী উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম ও দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।  বুধবার (২৩ অক্টোবর) রাতে কালুখালি উপজেলার কালিকাপুর ইউনিয়নের পদ্মা নদীর চর আফড়া ও গতমপুর চরে এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মৎস্য অফিসার আব্দুস সালাম ও পুলিশ সদস্য হাফিজ উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহতদের বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সহকারী পুলিশ সুপার রাজবাড়ীর (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ ও কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এর নেতৃত্বে পুলিশ ও আনছার সদস্যদের নিয়ে পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে যান। এ সময় অভিযানের দলটি কালুখালী উপজেলার সীমানা পেরিয়ে পাংশা উপজেলার পূর্ব চর আফড়া এলাকায় গেলে জেলেরা তাদের উপর হামলা চালায়।