বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু ভাতিজিকে যৌন নিপীড়ন দায়ে আপন চাচা আটক

বাংলা সংবাদ২৪ ডেক্স– কক্সবাজার সদরের ঈদগাঁওতে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত আপন চাচাকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় সদরের ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধইল্যা ঝিরি এলাকায় চাচাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০ অক্টোবর সন্ধ্যার আগে ভিকটিম শিশুকে বাড়ির দক্ষিণে চাষাবাদকৃত জমিতে ধান পাহারারত অবস্থায় কৌশলে যৌন নিপীড়ন করে চাচা মোজাম্মেল। পরে শিশুটি (৭) বাড়িতে এসে কান্না করলে, জিজ্ঞাসা করায় মাকে ঘটনা খুলে বলে।

তাৎক্ষণিক তাকে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
সোমবার রাত পর্যন্ত শিশুটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। পরিবারের অন্যান্যা সদস্যরা সোমবার সন্ধ্যায় মোজাম্মেলকে ধরে পুলিশে দেয়।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, একদল পুলিশ তার বাড়ি থেকে মোজাম্মেলকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।