রবিবার১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মরহুম ডাঃ শফিকুর রহমান ফাউডেশনের উদ্ধ্যোগে ”ফ্রি মেডিক্যাল ক্যাম্প”

ফ্রি মিডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন এক চিকিৎসক।

বিশেষ প্রতিনিধি-চাঁদপুর জেলার সদর উপজেলার রামপুর ইউনিয়নরে রাড়ীর চর পাটওয়ারী বাড়ীর মোঃ আঃ রাজ্জাক পাটওয়ারীর সার্বিক তর্ত্তাবধানে মরহুম ডা শফিকুর রহমান ফাউডেশনের উদ্ধ্যোগে এলাকার অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বুধবার (২৫ সেপ্টম্বর) পাটওয়ারী বাড়ীর সামনে এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এ ক্যাম্পের ম্যাধ্যমে সকাল থেকে ৪জন বিশেজ্ঞ ডাক্তার প্রায় ৫শতাধিক মেডিসিন,গাইনি,শিশু,চক্ষ, এবং অর্থোপেডিক্স রোগী দেখেন। প্রয়োজনীয় নরমাল পরীক্ষা-নিরিক্ষা এবং ঔষধ ফ্রি দেয়া হয়। এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পর উদ্বোধন করেন রামপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ মাহবুবুর রহমান পাটওয়ারী

এবং বিশেষ অতিথি ছিলেন- সাবেক ইউ,পি সদস্য মোঃ মিজানুর রহমান মোল্লা। ফ্রি ক্যাম্পে চিকিৎসা নিতে আসা খাজে আহম্মেদ জানান তারা গরিব মানুষ টাকার অভাবে শহওে গিয়ে চিকিৎসা নেয় কস্টকর তাই উদ্ধোক্তাদের এ মহৎ কাজে অনেক খুশি তারা। এ ভাবে মেডিক্যাল ক্যাম্পর মাধ্যামে ফ্রি চিকিৎসায় অসহায় গরীব মানুষের অনক উপকার হয় বলে এলাকাবাসী জানান।