বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক এ্যাসোসিয়েশানের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

উপসহকারি প্রানি সম্পদ কর্মকতাদের সংঘঠন বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক এ্যাসোসিয়েশানের চাঁদপুর জেলা শাখার ত্রি বাষিক সম্মেলন গত শনিবার (২১/০৯/১৯) চাঁদপুর জেলা প্রানি সম্পদ দপ্তর চত্তরে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লাইভ স্টক এ্যাসোসিয়েশন চট্রগাম বিভাগীয় সহ সভাপতি উপসহকারি প্রানি সম্পদ কর্মর্কতা জনাব মোজাফ্ফর হোসেন ।

এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত প্রানী সম্পদ কর্মকর্তাগন সাংগঠনিক বিভিন্ন বিষয় আলাপ আলোচনা করে সবার সম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য চাঁদপুর জেলা বঙ্গবন্ধু লাইভস্টক এ্যাসোসিয়েশানের কমিটি ঘোষনা করা হয়।

নির্বাচিত কমিটির সদস্যরা হলেন , প্রধান উপদেষ্টা- জনাব মোঃ রুহুল আমীন উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা, শাহরাস্তি,সহকারী উপদেষ্টা জনাব মোঃ আতাউল হান্নান উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা, মতলব দক্ষিন, সভাপতি জনাব মোঃ হেলাল মিয়া উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা, ফরিদগন্জ, সহ সভাপতি আনোয়ার হোসন উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা, শাহরাস্তি, সহ সভাপতি মোঃ শেখ ফরিদ আহম্মেদ উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা,

হাইমচর.সাধারন সম্পাদক মোহাম্মদ শামীম তালকাতদার উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা, জেলা প্রানী হাসপাতাল চাঁদপুর,সহ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মতলব দক্ষিন,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন হাজরা উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা, চাঁদপুর সদর.চাঁদপুর, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা জেলা প্রানি সম্পদ দপ্তর চাঁদপুর,

কোষাধক্ষ্য মোঃ আল আমীন এফ,এ( এ, আই) চাঁদপুর সদর,দপ্তর সম্পাদক- মোঃ মিজানুর রহমান উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা হাজিগন্জ।প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তাইজুল ইসলাম উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা হাজিগন্জ,কায্যকরি সদস্য মোঃ বদিউল আলম উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা কচুয়া, কায্যকরি সদস্য মোঃ নাইমুল ইসলাম ভিএফ এ ফরিদগন্জ। কায্যকরী সদস্য শ্রী পলাশ কুমার দাস কম্পাউন্ডার, মতলব উত্তর।