রবিবার১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ রাতে মনের আকাশে ঝড় তুলতে আসছেন ইভা ও ড. মাহফুজ

বাংলা সংবাদ২৪ ডেক্সঃ-গত ঈদের মতো এবার কোরবানির ঈদেও শ্রোতাদের গান শোনাবেন কণ্ঠশিল্পী ইভা রহমান ও ড. মাহফুজুর রহমান। মনের আকাশে তুমি শিরোনামে ইভার একক সংগীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়।

আর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান একইতো আকাশ দেখি প্রচার হবে পরদিন রাত সাড়ে ১০টায়। বিষয়টি নিশ্চিত করেছেন এটিএন চ্যানেল কর্তৃপক্ষ।

ইভা রহমানের প্রকাশিত ২৪টি অ্যালবাম থেকে বাছাইকৃত গানের মিউজিক ভিডিও দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। গানগুলোর দৃশ্যধারণ করা হয়েছে দেশে ও দেশের বাইরে মনোরম সব লোকেশনে।