মঙ্গলবার১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদির আক্রমণে চরম সংকটে ২ কোটি মানুষ, ধ্বংস হাজারো মসজিদ ও কোরআন

ছবি- সংগৃহীত।

বাংলা সংবাদ২৪ ডেক্স–বিগত চার বছরে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনে প্রায় ১০২৪টি মসজিদ আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া এতে ধ্বংস হয়েছে অসংখ্য কোরআন শরীফ। এ তথ্য নিশ্চিত করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন অফিস।

আনসারুল্লাহ হুথির পররাষ্ট্র বিষয়ক দায়িত্বশীল আদনান ক্বাফলা ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীতে বলেন, সৌদির হামলায় ধ্বংস হওয়া অনেক মসজিদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা ও ইসলামের গুরুত্বপূর্ণ ইমামগণ প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন, সৌদি জোটের বোমা বিস্ফোরণে অসংখ্য কোরআনের কপিও ধ্বংস হয়ে গেছে।

সৌদির আক্রমণে দেশটির অসংখ্য স্থাপনা, অবকাঠামো, ঘর-বাড়ি, হাসপাতাল, স্কুল এবং কল-কারখানা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি জোটের আগ্রাসনে ২কোটির বেশি ইয়েমেনি চরম খাদ্য সংকটে ভুগছে। এছাড়া দেশটির ৮৪ লাখ মানুষ চরম দারিদ্র ঝুঁকিতে রয়েছে।