শুক্রবার২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ২৪শে রজব, ১৪৪৬ হিজরি১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জ হবে খালেদা জিয়ার নতুন ঠিকানা!

বাংলা সংবাদ২৪ ডেক্স–বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে। জেলকোড অনুযায়ী সেখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই তথ্য জানান। মন্ত্রী দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া সুস্থ আছেন। তবে কবে নাগাদ তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেবিষয়ে মন্ত্রী সুনির্দিষ্ট কিছু বলেননি।

নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে আনা হয় গত ১ এপ্রিল।

আর গত রোববার খালেদা জিয়ার মামলাগুলোর বিচার কার্যক্রম পরিচালনার জন্য কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালত বসানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়। এর আগে এসব মামলার কার্যক্রম নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে অস্থায়ী আদালতে পরিচালিত হয়ে আসছিল।