বাংলা সংবাদ২৪ ডেক্স–বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। রাইড শেয়ারিং ‘পাঠাও’ এর মোটরবাইকে চড়ে বিশ্ববিদ্যালয় যাওয়ার সময় রাজধানী শেরেবাংলা নগর এলাকায় পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন ফাহমিদা হক লাবণ্য (২১) নামে এক ছাত্রী।
শেরেবাংলা নগর থানার এসআই মো. আব্দুর রশীদ জানান, শ্যামলী এলাকার বাসা থেকে পাঠাও বাইকযোগে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন লাবণ্য। পথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের রাস্তায় তাদেরকে একটি পিকআপ ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন লাবণ্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাবণ্য ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাবার নাম ইমদাদুল হক। তারা শ্যামলীর ৩ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় থাকতেন।