সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষকে অলস করে দেয় বেকার ভাতা

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা রেবেকা সুলতানা

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা—-গাজীপুর জেলার সদর উপজেলার মুক্তিযোদ্ধা কলেজে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. হাসেমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা রেবেকা সুলতানা

আলোচনাসভায় ইউএনও রেবেকা সুলতানা বলেন, বেকার ভাতা মানুষকে অলস করে দেয়। তাই অনেক দেশ এখন বেকার ভাতা বন্ধের চিন্তাভাবনা করছে। আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, ঘরে ঘরে চাকরির সংস্থান করে দেব।

তিনি আরো বলেন, মানুষকে উপার্জনক্ষম করে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে, বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।

জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাওয়াল গড় ইউপি চেয়ারম্যান মো. আবু বরক ছিদ্দিক, পিরুজালী ইউপি চেয়ারম্যান মো. সাইফুল্লাহ সরকার মঞ্জু, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক মো. এমদাদুল হক, জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান, কাজী শহীদুল্লাহ, ভাওয়াল গড় ইউপি সদস্য শেখ এমদাদুল হক, আবিদ হোসেন বাবুল, মো. শাহজাহান গভর্নিংবডির সদস্য মো. ফিরোজ মিয়া, প্রমুখ । এম এ