মঙ্গলবার৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পুত্রবধূর সঙ্গে প্রেম টিকিয়ে রাখতে ছেলেকে খুন করল বাবা

প্রতিকী ছবি

বাংলা সংবাদ২৪ ডেক্স –ভারতের পাঞ্জাবের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুত্রবধূর সঙ্গে প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় ছেলে। প্রেমের পথে কাঁটা দূর করতে তাই ছেলেকেই সরিয়ে দিল ৬০ বছরের এক বৃদ্ধ।

জানা গেছে, ছোটা সিং-এর ছেলে রাজবিন্দর সিং-এর ১২ বছর আগে বিয়ে হয়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অন্যত্র থাকতেন তিনি। সম্প্রতি বাবাকে নিজের কাছে নিয়ে এসে রাখেন রাজবিন্দর। সেই সুযোগে পুত্রবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন সে।

স্ত্রীর সঙ্গে বাবার এই সম্পর্কের কথা জানতে পেরে বাবাকে ভাইয়ের বাড়ি রেখে আসার সিদ্ধান্ত নেন রাজবিন্দর। তাই তাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ছোটা সিং। পুত্রবধূর সঙ্গে মিলে ঘুমের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে রাজবিন্দরকে।

এরপর মৃতদেহ একটা ব্যাগে ভরে রাতের অন্ধকারে ড্রেনে ফেলতে যায় সে। তখনই এক প্রতিবেশী দেখতে পায় যে ব্যাগ থেকে রক্ত ঝরছে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশি জেরায় সব স্বীকার করে ছোটা সিং। সুত্র-টাই