রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট পুনরায় গণনার দাবিতে দুই নারী প্রার্থী অনশনে

অনশনরত দুই নারী প্রথিী । ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক-বৃহস্পতিবার বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তারা অনশন কর্মসূচি করেন। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে দুই নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী অনশন শুরু করেছেন।

অনশনকারী দুই নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন-মোছা. শাবানা বেগম (কলস প্রতীক) ও মোছা. শেফালী বেগম (প্রজাপতি প্রতীক)।

অনশনকারী দুই নারী প্রার্থী বলেন, ১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জে ভোট গণনার সময় ব্যাপক কারচুপি করা হয়েছে। যাকে নির্বাচিত করা হয়েছে তার থেকে আমাদের জনপ্রিয়তা অনেক বেশি ছিল।

আমাদের দুইজনের মধ্যে জয় পরাজয় হওয়ার কথা । কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদেরকে পরাজিত করেছে। আমরা অবিলম্বে নারী ভাইস চেয়ারম্যান পদে পুনরায় ভোট গণনার দাবি করছি।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক বলেন, ভোট গ্রহণকারী প্রিসাইডিং কর্মকর্তাদের দেয়া তথ্য মোতাবেক ভোট গণনা সঠিক হয়েছে। তাদের কোনো গাফিলতি ছিল না।