সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র ভোটারশূন্য ভোট হচ্ছে শান্তিপূর্ণ

ছবি-সংগৃহীত

বাংলা সংবাদ২৪ ডেক্স- পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ৮৭টি উপজেলার মধ্যে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ চলছে আজ সকাল ৮টা থেকেই। সিলেটের হবিগঞ্জ জেলার ৮টি উপজেলায় ও সুনামগঞ্জের ৯টি উপজেলায় সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম হলেও দুপুরে ভোটার উপস্থিতি বাড়তে পারে- এমন ধারণা করা হলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি বাড়েনি

। ভোটকেন্দ্রের সামনে নেই দীর্ঘ লাইন। ভোটকেন্দ্রগুলো ভোটারশুন্য রয়েছে। তবে কিছু সময় পরপর দুই একজন ভোটার আসছেন বলে জানান তিনি।
সরেজমিনে উপজেলাগুলোর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি জানান, সকাল থেকে বেশীরভাগ ভোটকেন্দ্রে বিচ্ছিন্নভাবে কয়েকজন ভোটার ভোট প্রদান করছেন।

দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি আরো বাড়বে বলে ধারনা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটার উপস্থিতি লক্ষণীয় নয় বলে জানান তিনি।
বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে এখন পর্যন্ত ১০/১৫টিও ভোট পড়েনি বলে সংশ্লিষ্ট সুত্রে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুইটার পর ভোটার উপস্থিতি বাড়তে পারে, সকালের দিকে ভোটাররা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ভোটকেন্দ্রে আসছেন না। এদিকে, ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে তাদেরকে অনুরোধ জানাচ্ছেন বিভিন্ন পদের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকেরা।

বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ধানের শীষ তথা বিএনপির প্রার্থীদের অনুপস্থিতিতে ভোটের আমেজ নেই। বিএনপি এবং অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে জানান অনেক ভোটার।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত, ভোটার উপস্থিতি কম হলেও সকাল থেকেই ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোন ধরণের বিশৃংখলার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উলে­খ্য, সকাল থেকেই হবিগঞ্জের আটটি উপজেলায় ভোট গ্রহণ চলছে। হবিগঞ্জের আটটি উপজেলায় চেয়ারম্যান পদে ২৯, ভাইস চেয়ারম্যান পদে ৪৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, সুনামগঞ্জের ৯টি উপজেলার ৫৪১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।