বুধবার১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরক্কাবাদ ডিগ্রী কলেজের শিক্ষিকার মৃত্যুতে স্বরন সভা ও দোয়া

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিষয়ের সহকারী অধ্যাপক জনাব মারুফা তালুকদার গত ২১ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।তার মৃত্যুতে অত্র কলেজের পরিচালনা পর্ষদের উদ্যোগে ১৭ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসে স্বরন সভা ও দোয়ার আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নর বডির বিদ্যোৎসাহী সদস্য ও বালিয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জিএম জহিরুল ইসলাম।

এসময় তিনি শিক্ষার মানোন্নয়ন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান,কলেজের সার্বিক কাঠামোর উন্নয়নসহ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।এছাড়াও তিনি মরহুমার বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক মো: শরীফ আহম্মেদ খান,সদস্য ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আবুল হোসেন মিয়াজীসহ অনান্য শিক্ষক – কর্মচারী ও স্থানীয়রা।