রবিবার২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম নোমানের তত্ত্বাবধানে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলা বালিয়া ও লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্যবর্তী সংযোগের রাস্তাটি নতুন করে সংস্কার করা হয়েছে। সদর উপজেলা এলজিডির আওতাধীন ও চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম নোমানের তত্ত্বাবধানে এই কাজটি পরিচালনা করা হয়।

জানা যায় সংস্কারকিত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৫১০ ফিট এবং প্রস্থ ৬ ফিট।

রাস্তাটিতে নতুন ভাবে ইট ও সিমেন্টের মিশ্রণে ঢালাই করে সলিং করা হয়। স্থানীয়দের ভাষ্য মতে রাস্তাটি সংস্কার ফলে স্থানীয় লোকজনের চলাচলের জন্য দুর্ভোগ অনেকটা লাঘব হবে।

এ রাস্তাটি বিগত কয়েক বছর যাবত অবহেলিত ছিল যার কারণে মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। জাহিদুল ইসলাম নোমান জানান, রাস্তাটি এই অঞ্চলের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যম। তিনি স্বতঃস্পূর্তভাবে উপস্থিত থেকে এবং স্বয়ংসম্পূর্ণভাবে কাজটি সম্পন্ন করার চেষ্টা করেছেন।