বুধবার৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় চাঁদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর পৌর বিএনপির সহসভাপতি ও ছেঙ্গারচর বাজার বনিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে তাঁকে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আদুরভিটি গ্রামের লস্কার বাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে।
বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন- মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহ-সভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এছাড়াও তিনি ছেঙ্গারচর বাজার বনিক সমিতির সভাপতি।