বুধবার১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ১২ই রমজান, ১৪৪৬ হিজরি২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

হাজিগন্জে সংঘর্ষে আহত আ.লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ৩০ নভেম্বর রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। আজ বুধবার সকালে মারা যান মনির।

সংঘর্ষের ঘটনায় পৃথকভাবে হাজীগঞ্জ থানায় দুটি ও চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়ছিল। তবে নিহত মনির হোসেনের পরিবারের পক্ষ থেকে নতুন একটি অভিযোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আবদুর রকিব।

জানা যায়-গত ৩০ নভেম্বর রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় মনির হোসেনের ছেলে শাহজাহানও গুরুতর আহত হন। তার মাথায় ৩৫টি সেলাই করা হয়েছে। আহতদের মধ্যে আরও রয়েছেন আব্দুল হান্নান, তার ছেলে রায়হান, মিন্টু, রাকিব, কাউয়ুম, মিজান ও ইয়াসিন। আহতদের মধ্যে কয়েকজন এখনও চিকিৎসাধীন আছেন।

বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পুলিশ সুপার আবদুর রকিব বলেন-এটি পারিবারিক ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ। রাজনৈতিক ইস্যু নয়। নিহত মনির হোসেন মনার পরিবারকে থানায় একটি অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।