রবিবার২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মাহফিলে বক্তা আসলেন হেলিকপ্টারে!

মাহফিলে বক্তা আসলেন হেলিকপ্টারে

প্রতিবেদক-কুয়াকাটা থেকে হেলিকপ্টারে করে ময়মনসিংহের ধোবাউড়ায় একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে আসেন হুজুর মাও. হাফিজুর রহমান সিদ্দিকী। হেলিকপ্টারে হুজুরের আগমনে হাজার হাজার উৎসুক মানুষের ঢল নামে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় হেলিকপ্টারে করে মাও. হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছেন।
এর আগে হেলিকপ্টার হুজুর নামে পরিচিত এই হুজুরকে দেখতে সকাল থেকেই গোস্তাবহলী ওয়াজ মাহফিলে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা অপেক্ষা করতে থাকে। উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।