মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাখি বিয়ে করবেন মা হওয়ার পর

বিনোদন সংবাদদাতা–

আলিয়া ভাট যখন থেকে সোশ্যাল মিডিয়ায় তার মা হওয়ার সুসংবাদটি ঘোষণা করেছেন, তখন থেকেই তিনি অভিনন্দনের জোয়ারে ভাসছেন। এখন কাপুর পরিবারের নতুন অতিথির অপেক্ষায় সবাই।”

;রণবীর কাপুরের বাবা ও আলিয়ার মায়ের পর এবার ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তও মা হতে মরিয়া। সম্প্রতি আবারও এই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ”

;সম্প্রতি হাসপাতালে দেখা যায় রাখি ও তার প্রেমিক আদিলকে। পাপারাজ্জিদের সঙ্গে কথপোকথনে একপর্যায়ে জিজ্ঞেস করা হয় কবে মা হবেন রাখি? উত্তরে তিনি বলেন, আমি মা হতে চাই। বিয়ের আগেও যদি এমন খুশির খবর আসে কোনো ব্যাপার না।”

;মা হবার খবর আসার পরের দিনই আমি বিয়ে করে ফেলবো। বোঝাই যাচ্ছে আলিয়াকে ইঙ্গিত করেছেন রাখি। তিনি আরও বলেন, ‘গর্ভপাত করা অপরাধ। আমি শুধু এটা জানি যে আমার গর্ভে যে জন্ম নেবে সে দেবদূত হবে। তিনি এসময় নিজেকে রাখি ম’ বলেও সম্বোধন করেন।”

;রাখি ও প্রেমিক আদিল খান সোশ্যাল মিডিয়াতে খোলাখুলিভাবে একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে থাকেন। ভক্তরা জানতে আগ্রহী যে তারা কবে বিয়ে করবে। সে বিষয়ে তারা কেউই কিছু স্পষ্ট করেন না।,