শুক্রবার৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লাইওভারের নগরী রাজধানী ঢাকাতেই ৬০ফুট উচু বাসের সাঁকো!

ছবি -সংগৃহীত

বিশেষ প্রতিনিধি-বাংলাদেশের রাজধানী ঢাকাতেই খিলগাঁ এলাকায় রয়েছে দেশের সবচেয়ে বড় এ বাশের সাঁকো। বিশাল দশন এ সেতুটি কিন্তু সখের বশে নয়।
খিলগাঁও এলাকার ত্রিমোহনী নদীর পারা পারের ঘাট এটি। ওপারে নাসিরাবাদ ইউনিয়নের নয়াপাড়া দুই এলাকার মাঝখানে নদী। বছর দুয়েক আগেও নদী পারাপারের একমাত্র মাধ্যম ছিল নৌকা। পারাপারে টাকা পাশাপাশি বাড়তি খরচ হতো সময়। তার অবসান হয়েছে এক সেতু বানিয়ে। অনেকের ধারনা এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু বাঁশের সাঁকো।
এখানে এই নদীর ওপর একটি সেতুর জন্য এলাকাবাসী দিনের পর দিন জনপ্রতিনিধির পেছনে ঘুরেছেন । কিন্তু কোনো ফল না পেয়ে শেষে নিজেরাই উদ্যোগী হন সাঁকো নির্মাণে।
সমস্যা হলো এই নদী দিয়ে চলে বড় বড় কার্গো জাহাজ। দেশে প্রচলিত গতানুতিক সাঁকো বানালে লোক চলাচল করা যাবে, কিন্তু নদীতে জাহাজ চলতে পারবে না। বাধ্য হয়ে নিজেদের অর্থায়নে নির্মাণ করেন এই ৬০ ফুট উঁচু বাঁশের সাঁকো।
২০১৭ সালে এলাকার বাসিন্দারা আড়াই লাখ টাকা চাঁদা তুলে তুলে এ সেতুটি নিম্মান করেন।
জানা যায়, ৩০০ ফুটের বেশি দীর্ঘ সাঁকোটির উচ্চতা প্রায় ৬০ ফুট। নিচ দিয়ে চলে বড় কার্গো। এখন এই শুষ্ক মৌসুমে সেতুর ওপর থেকে নিচে পানির স্তরের ফারাক এমন যে বড় কোনো জাহাজ অনায়াসে চলতে পারবে।