শুক্রবার২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইভা রহমানের বিয়ে,নতুন স্বামীর পরিচয়

,এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ও গায়িকা ইভা রহমান নতুন করে ঘর বেঁধেছেন।  সোমবার খবরটি প্রকাশ্যে আসে। জানা গেছে, ইভা রহমানের নতুন স্বামীর নাম সোহেল আরমান।”

;সূত্র জানায়-পেশায় তিনি একজন ব্যবসায়ী। বর্তমানে তারা রাজধানীর গুলশানে বসবাস করেন। সূত্রটি আরও নিশ্চিত করেছে যে- মাহফুজুর রহমানের সঙ্গে ইভা রহমানের দাম্পত্য কলহ বেশ কয়েক বছর আগে থেকেই। এ কারণে তারা আলাদা থাকতেন।”

;অবশেষে গত জুন মাসে বিবাহবিচ্ছেদ করেন তারা। গত ১৭ সেপ্টেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পান ইভা। এরপরই সোহেল আরমানকে বিয়ে করেন তিনি। ছোট পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে। সোহেলের সঙ্গে ইভার আগে থেকেই পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রেই তারা সম্পর্কে জড়ান এবং বিয়ে করেছেন।”

;উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা রহমান। তখনই এর চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিয়ে করেছিলেন ইভা।”