বুধবার২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকের পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ!

বাসায় ডেকে এনে প্রেমিকের পুরুষাঙ্গ কাটলেন এক গৃহবধূ। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া এলাকার এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল সাইফুল ইসলামের (২৮)। সম্প্রতি মনোমালিন্যের কারণে প্রেমিকাকে এড়িয়ে চলছিলেন সাইফুল “

;গতকাল সোমবার প্রেমিককে নিজের ঘরে ডেনে আনেন ওই গৃহবধূ। তিনি সেখানে সাইফুলের বিশেষ অঙ্গ কেটে দেন । সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।এ ঘটনার পর থেকে ওই গৃহবধু পলাতক। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি “

;আহত সাইফুল রৌহা ইউনিয়নের কলাপাড়া গ্রামের আবদুল মিয়ার ছেলে এবং পেশায় ট্রলিচালক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। “

পুলিশ জানিয়েছে- দীর্ঘদিন ধরে সাইফুল ও ওই নারীর সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পরকীয়ার সম্পর্ক থাকায় সাইফুল তার প্রেমিকার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিতেন। সম্প্রতি কোনো কারণে দুজনের মনোমালিন্য হয়। ঘটনার রাতে অনেক অনুরোধ করে শেষবারের মতো প্রেমিক সাইফুলকে নিজের ঘরে ডেকে নেন ওই গৃহবধূ। সেখানেই ঘটনাটি ঘটে”

;প্রেমিকা গুহবধু সাইফুলতে আহত করার পর তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”

;আর সাইফুলের পরিবার দাবি করছে, পূর্ব শত্রুতার জের ধরে সাইফুলকে স্থানীয় বাজার থেকে ডেকে নিয়ে পাশের মাঠে কয়েকজন যুবক ওই ঘটনা ঘটিয়েছে “

;এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন-ঘটনাটি শোনার পরপরই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ওই নারী পলাতক আছে। অসুস্থ সাইফুল এই ঘটনার জন্য ওই নারীকে দায়ী করেছে।”