সোমবার৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা রোগীর বাড়ি যাবে হাসপাতাল-জাফরুল্লাহ

নিজস্ব সংবাদদাতা– আজ শুক্রবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, আগামী মঙ্গলবার (২৭এপ্রিল) থেকে ঢাকার ভেতরে এই সেবা প্রদান করা হবে। গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ মেডিকেল টিম যে ওষুধ দেবে, তার জন্য কোনো টাকা নেবে না। এছাড়া করোনা পরীক্ষাসহ অন্যান্য যেসব পরীক্ষা করা হবে, সেগুলোর প্রায় অর্ধেক মূল্য নেবে এ টিম।’

”জাফরুল্লাহ আরও জানিয়েছেন- আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে ফোন করা হলে কিংবা অ্যাপসের মাধ্যমে আবেদন করা হলে, গণস্বাস্থ্য কেন্দ্রের গাড়ি যাবে,গাড়ির সঙ্গে এক্সরে মেশিন, ইসিজি ও ভ্যান্টিলেটর যাবে।প্রথমে পরীক্ষার জন্য রক্তসহ প্রয়োজনীয় স্যাম্পল নিয়ে চলে আসবে।’

’আর আগে যদি পরীক্ষায় তার করানো পজিটিভ থাকে, তাহলে তার বাড়িতে গিয়ে আমরা ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আসব। এছাড়া বুকের এক্স-রে, ইসিজিসহ যেসব টেস্ট করানো প্রয়োজন করা হবে। এক কথায় একজন করোনা রোগী বাড়িতে একটা হাসপাতাল চলে যাবে ।”যারা সেবা নিতে আগ্রহীদের নম্বরে কল  করতে বলা হয়েছে- ০১৭০৯-৬৬৩৯৯৪, +৮৮০৯৬০২১১১৯৪০।”

’ডা. জাফরুল্লাহ জানান, করোনা রোগীকে ওষুধ বিনামূল্যে দেয়া হবে। আর বিভিন্ন পরীক্ষা করা হলে যে খরচ হবে, করোনা রোগীকে তার প্রায় অর্ধেক দিতে হবে। যেমন- বিভিন্ন পরীক্ষায় খরচ হলো ১০ হাজার টাকা, রোগীর পরিশোধ করতে হবে ৬ হাজার টাকা দিলে চলবে। ‘