শনিবার১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শমী কায়সার আবার বিয়ের পিড়িতে

== আবার বিয়ে করলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিয়ের পিড়িতে বসেন তিনি। একেবারেই ঘরোয়া আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে এই অভিনেত্রীর পারিবারিক সূত্র জানিয়েছে। বরের নাম রেজা আমিন। দীর্ঘদিন ধরেই তাদের জানাশোনা ছিল বলে জানা গেছে।

শমী কায়সার এর আগে ২০০৮ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে বিয়ে করেন। তারও আগে ১৯৯৯ সালে ভারতীয় বিজ্ঞাপন নির্মাতা রিঙ্কুকে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী।

শোবিজে ঢাকা থিয়েটার থেকে যাত্রা শুরু করলেও নব্বইয়ের দশকে অসংখ্য একক ও ধারবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শমী কায়সার। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী নাটক নির্মাণেও সুনাম কুড়ান।