বৃহস্পতিবার১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এক সঙ্গে চার সন্তান জন্ম দিলেন চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূ নাজনিন

বাংলা সংবাদ২৪ ডেস্কঃ রাজশাহীতে একই সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নাজনিন নাহার (২৮) নামে এক গৃহবধূ। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তানদের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে। নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ এলাকার মামুনুর রশিদের স্ত্রী।
মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনী চিকিৎসক ফাতেমা সিদ্দিকা বিকেল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন।
মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেন। জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুইটির ওজন আড়াই পাউন্ড ও মেয়ে শিশু দুইটির ওজন ২ পাউন্ড।
শিশু চারটির দাদা মনসুর রহমান, এক সঙ্গে চার অতিথি আসায় তার খুশির শেষ নেই। নতুন অতিথিদের পেয়ে তারা সবাই বেশ খুশি। বর্তমানে মা এবং সন্তানরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।