রবিবার১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৩পুলিশসহ চাঁদপুরে আরো ৫জনের কেরোনা পজেটিভ

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা–  চাঁদপুরে আরো ৫জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। এর মধ্যে ৩জন পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩জন।

বৃহস্পতিবার (৭মে)দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরো জানায়, আজ মোট ৯২জনের রিপোর্ট এসেছে। বাকী ৮৭জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
সূত্র জানায়, নতুন আক্রান্ত ৫জনের মধ্যে ৩জন পুলিশ সদস্য, কচুয়ার একজন সিনিয়র নার্স এবং চাঁদপুর সদর হাসপাতালের একজন ডাক্তারের অফিস সহকারী (এটেন্ডেন্ট) রয়েছেন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মধ্যে ১জন এসআই ও ২জন কনস্টেবল রয়েছেন। তারা সবাই চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত। উল্লেখ্য, চাঁদপুরে করোনা সংক্রমণের পর এই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

জেলার কচুয়ায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।  আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা ৪জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০জন। বাকীরা চিকিৎসাধীন।