শুক্রবার৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ

সংবাদদাতা : শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের বধ্যভূমি সংলগ্ন চা বাগানে প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণের শিকার। অনেক খোঁজাখুঁজির পর রাতে তিনি ইয়াকুরের বাসা থেকে অসুস্থ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কিশোরীর মা জানান, তাদের বাসা শহরের ক্যাথলিক মিশনের পিছনে। মেয়েটি মানসিক প্রতিবন্ধী। তার মেয়ে একই এলাকার শাহ আলম পাটোয়ারীর মেয়ে বাড়ি দিনাজপুরে থাকতো। সেখানে সে বাসায় কাজ করতো। দুই সপ্তাহ হয় শ্রীমঙ্গলে এসেছে।

সন্ধ্যায় পর একই এলাকার আবুইদ্দা মিয়ার ছেলে ইয়াকুব মিয়াসহ চারজন মিলে তার মেয়েকে বধ্যভূমি নিয়ে যায়। সেখানে ইয়াকুরসহ আরও দু’জন মিলে তাকে ধর্ষণ করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।