রবিবার১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সদস্য ইয়াবাসহ আটক

বাংলা সংবাদ২৪ ডেস্ক–  গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ মাহমুদুর হাসান সৈকত (২৪) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে পুলিশ তাকে আটক করে। আটক মাহমুদুর উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী এলাকার মনিরুজ্জামান শেখ মনু ছেলে। তিনি নরসিংদী জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী এলাকা থেকে মাহমুদুর হাসান সৈকতকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক মাহমুদুর হাসান সৈকত নরসিংদী জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। তবে তিনি গত আট মাস ধরে পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন করছেন না। তার গ্রামের বাড়িতে থাকতেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।