রবিবার১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাহুবলে হতাশায় বোরো চাষিরা

আজিজুল হক সানু, বাহুবল(হবিগঞ্জ)– হবিগবজের বাহুবলে হাজার একর বোরো জমি চাষাবাদে বিঘ্ন ঘটছে। এতে প্রায় দু’শতাধিক বোরো চাষি হতাশায় পড়েছেন। একক আপত্তিকর ঘটনায় এমন সমস্যা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, এ মৌসুমে কৃষকেরা বোরোধান উৎপাদনের লক্ষে জমি চাষাবাদ করে থাকেন। যদিও ভাটি এলাকায় বোরো ফসল উৎপাদন করা হয়ে থাকে, তার পরও উজানী কৃষকদের অক্লান্ত শ্রমের মাধ্যমে বোরোধান ফলনে কয়েক বছর যাবত কাজ করছেন। নদীর পানিই একমাত্র ভরসাস্থল। তাই নিরাপদেই নারিকেলতলা, আলাপুর, সংকরপুর, খড়িয়া ও সিংহনাথ গ্রামের অন্ততঃ দু’শতাধিক কৃষক গ্রামের পাশের জমিগুলেতে বোরোধান ফলানোর কাজ করছেন। তবে এবার চাষাবাদে কৃষকেরা পড়েছেন হতাশায়।

একাধিক কৃষক জানান, একটি পক্ষ নদীর পানি ড্রেন দিয়ে জমিতে সরবরাহে আপত্তি জানাচ্ছে। প্রায় হাজার একর জমি দাবী করে চাষিরা আরও জানান, সময়মত জমি চাষ করতে না পারলে জমি পতিত থাকতে হবে। তাছাড়া পরিবার পরিজন নিয়ে দুর্দিনে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের সুব্যবস্থায় কৃষকদের হতাশা লাঘব হওয়ার কথাও জানানো হয়।