বুধবার২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ আমগাছে

ফাইল ছবি।

বাংলা সংবাদ২৪ ডেক্স– খাগড়াছড়ির দীঘিনালায় মো. শাকিল হোসেন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১লা নভেম্বর) রাত ১০টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় মরদেহটি পাওয়া যায়।

নিহত শাকিল হোসেন দীঘিনালার মেরুং ইউনিয়নের শহীদ জব্বারপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।দীঘিনালার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আওয়ামী লীগ নেতা শাকিল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান। রাত ১০টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি আমগাছে শাকিল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।