শুক্রবার৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস!

বাংলা সংবাদ২৪ ডেক্স– জেলা প্রশাসক জামালপুরের সেই নারী কেলেঙ্কারি ঘটনা এখনও মানুষ ভুলে যান নি। এরই মধ্যে আরেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে! এবার অভিযোগ উঠেছে দিনাজপুরের জেলা প্রশাসকের দিকে। সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ভিডিও বার্তায় দাবি করেছেন, ডিসি মাহমুদুল আলম নাকি নানা প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন।

সেই ফাঁদে পা দিয়ে তার সংসার ভেঙে গেছে। এ ঘটনা জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই নারীর।ভাইরাল ভিডিওটিতে ওই নারীর দাবি, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে সতর্কতা হিসেবে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

খোজ নিয়ে জানা গেছে, দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী। তার সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হন নি তিনি।
তবে জেলা প্রশাসক মাহমুদুল আলম ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন । তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নিয়ে তদন্ত করে গেছেন। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত বা ব্যবস্থা নেবেন।