বুধবার১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আসছে ফেসবুকের বিকল্প বাংলাদেশি এইমবুক!

বাংলা সংবাদ২৪ ডেক্স–বর্তমান প্রজন্মের ৯৫ শতাংশ মানুষ আজ প্রযুক্তিমুখী যার বিশাল অংশ যুক্ত রয়েছে সোস্যাল মিডিয়া অর্থ্যাৎ ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ ইত্যাদিতে। এগুলোর সব গুলোই বিদেশি প্রতিষ্ঠান।

বাংলাদেশে এই প্রথম তৈরি হল ফেসবুকের মতো সোস্যাল মিডিয়া এইমবুক ডট নেট। বড় পরিসরে প্রথম বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এটি।

এই সোস্যাল মিডিয়া প্রতিষ্ঠার যাত্রা শুরু দেড় বছর আগে। আর গেল ১৮মে এটি প্রথমবারের মতো আসে গুগল প্লে-স্টোরে। যেখানে নেই ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন, আছে ফলোয়ার সিস্টেম
গুগল প্লে-স্টোরে সম্প্রতি এসেছে যার আলফা ভার্সন। শুরু থেকেই এর ব্যবহারকারীরা পাচ্ছেন নতুন নতুন সব ফিচার। আর তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে যোগাযোগের সব চাহিদাই মেটাতে চান এর উদ্যোক্তারা।

তবে, এ ধরনের বড় উদ্যোগকে এগিয়ে নিতে এখনও প্রস্তুত নয় বাংলাদেশ, প্রযুক্তিবিদরা এমনটা মনে করলেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

বাংলা ভাষার এই প্লাটফর্মটিতে যেমন যোগ হবে বেশ কয়েকটি ভাষা, তেমনি ব্যবসা-বাণিজ্যসহ নানা শ্রেণিপেশার মানুষের চাহিদা মেটাতে থাকবে ডিজিটাল মার্কেটিংসহ সব স্মার্ট আইডিয়া।
আগামী ৩ মাসের মধ্যে এইমবুকের বিটা ভার্সন রিলিজের কথা রয়েছে।

তবে প্রযুক্তিবিদরা বলছেন, শুরুটা ঠিক পথেই রয়েছে। তবে, বাংলাদেশ এ ধরনের বড় কাজ করার জন্য এখনও প্রস্তুত নয় ।