সোমবার৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত

নেত্রকোণার বারহাট্টা থানার এক পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। নিহত ওই কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান হাবিব (৪০)। তিনি বারহাট্টা থানার উপ-পরিদর্শক ছিলেন “

;জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপ-পরিদর্শক হাবিব মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বারহাট্টা থানায় ডিউটিতে যাচ্ছিলেন। এসময় নেত্রকোণা-বারহাট্টা সড়কের সতরশ্রী এলাকায় পৌঁছার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এরপর তাকে আহত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানে পৌঁছানোর পর রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”

;এর আগে গত বছর হাবিবের স্ত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের দুই শিশু-সন্তান রয়েছে। দুর্ঘটনার সুস্পষ্ট কারণ জানা যায়নি। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ও উপ-পরিদর্শক মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে তারা বলেন, দুর্ঘটনাস্থলের কাছে হাবিবের মোটরসাইকেল ও একটি ভ্যান গাড়ি উল্টে পড়ে আছে। এই গাড়ির সঙ্গে হাবিবের মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান  “