রবিবার২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুবৃত্তের আগুনে পুড়ল হোন্ডা, অল্পের জন্য রক্ষা কোটি টাকার সম্পদ ও জীবন

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– চাঁদপুর সদর উপজেলার বিষন্দী ব্যাংক কলোনী এলাকায় আজ মঙ্গলবার (৪ ই নভেম্বর)) সকাল ৭.৩০ টার দিকে মোঃ বসির গাজীর সাড়ে চার তলা ভবনের নিচ তলায় পাকিংকরে রাখা মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা।

মুহুর্তের মধ্যে সেই আগুন বাড়তে থাকে । আগুন ধোয়া দেখে আশে পাশের লোকজন এবং নিচতলার দোকানীরা এসে আগুন নিয়ত্রনে আনে। মুহূতেই আগুনে পুড়ে ভস্মীভূত মটর সাইকেলের পিচনের অংশ। উপস্থিত লোকজন জানান সকালে বেশির ভাগ মানুষ যখন ঘুমিয়ে তখই কে বা কারা মটর সাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় ।

সকলের প্রচেষ্ঠায় এ আগুন নিভানো না গেলে মুহূতেই ভস্মীভূত হতো সাড়ে চার তলা ভবনটি । ভবন মালিক মোঃ বসির গাজী জানান তার এ ভবনটিতে আটটি পরিবার ছেলে মেয়ে নিয়ে বসবাস করে। আজ অল্পের জন্য রক্ষা পেল আটটি পরিবারের জীবন এবং বাড়ি। ঘটনার সাথে সাথে চাঁদপুর মডেল থানাকে অবহিত করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচাজ মোঃ নাসিম উদ্দিন জানান- ভবনটিতে সিসি লাগানো উচিত ছিল তাহলে অপরাধী সনাক্ত করতে সহজ হতো। এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী সহায়তার আশ্বাস দেন।