শনিবার১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

 গোলাম সারোয়ার সাঈদী আর নেই

অধ্যক্ষ, পীর সাহেব গোলাম সারোয়ার সাঈদী 

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীর সাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ শনিবার ভোর ৪টা ২০ মিনিটে তিনি মারা যান। সারোয়ার সাঈদীর ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।সারোয়ার সাঈদীর ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন গোলাম সারোয়ার সাঈদী। মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, ওয়ায়েজ।