বুধবার৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া টিকা নেওয়ার পর জ্বরাক্রান্ত

খালেদা জিয়ার পুরোনো ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকরোনাভাইরাসের টিকা নেওয়ার পর তার পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন । আজ (বুধবার) রাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।”

;মহাসচিব মির্জা ফখরুল বলেন- গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি বলেন-আপনাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যেন সকলেই স্বাস্থ্যবিধি মোতাবেক চলেন এই আহ্বান জানিয়েছেন।”

;এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন- নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।”

;গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার এন্ড হসপিটালে গিয়ে মর্ডানার এক ডোজ টিকা নিয়েছিলেন।”