শনিবার৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে ‘পিতা মাতার ভরণ-পোষন আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ‘পিতা মাতার ভরণ-পোষন আইন’ শীর্ষক এম.ফিল থেকে পিএইচ.ডিতে স্থানান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের তত্বাবধায়নে ‘ইসলামের দৃষ্টিকোণে পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য’ শিরোনামে গবেষক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ।

গবেষণা প্রবন্ধটিতে সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য ও পিতা-মাতার প্রতি সন্তানদের কর্তব্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে শিশুর নাম ও আকিকা দেওয়া, খাৎতা দেয়া, সন্তানকে ইসলামী শিক্ষা দেয়া, নামাজে অভ্যস্ত কর, আদব শিক্ষা দেওয়া, বিবাহ দেওয়া, পাপকাজ, অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি থেকে বিরত রাখা।

পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে পিতা-মাতার জীবদ্দশায় বিরক্তিসূচক কথা না বলা, অবাধ্য না হওয়া, নম্র ভাষায় কথা ও গালমন্দ না করা, বৃদ্ধ অবস্থায় পিতা মাতার ভরণ-পোষন নির্বাহ করা।

মৃতুর পরে পিতা-মাতার প্রতি কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে কাফন-দাফনের ব্যবস্থা করা, ঋণ পরিশোধ করা, অসিয়ত পূরণকরা এবং তাদের জন্য দোয়া করা।

সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। এছাড়াও আলোচক হিসেবে অধ্যাপক ড. ময়নুল হক, অধ্যাপক ড. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন বলেন, ‘গবেষণা প্রবন্ধটি অবশ্যই আমাদের জন্য সম্মানজনক। এই গবেষণা প্রবন্ধের পদাঙ্ক অনুসরন করলে সেমিনারটি স্বার্থক হবে হলে আমি মনে করি। আমরা যদি এটিকে বাস্তব জীবনে কাজে লাগাই তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে।