যুক্তি নির্ভর এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফেসবুক। নেটিজেনদের দিনের অবসরের বেশির সময় কাটে এখানেই।
সেখানে থাকে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিওসহ আরও অনেক কিছু। সেই সাথে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য থাকে কঠিন পাসওয়ার্ড। কিন্তু তারপরও হ্যাক হয় ফেসবুক আইডি।
এ ব্যাপারে কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুকের পাতাভর্তি বন্ধুদের নানা পোস্ট হয়তো আপনাকে খুশি করছে বা লাইক দিতে বাধ্য করছে। কিন্তু এ পোস্টগুলোর মধ্যে অনেকগুলো দুর্বৃত্তদের নকশা করা ম্যালওয়্যারও হতে পারে। এসব স্প্যাম আপনার ফেসবুক থেকে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে বা আপনাকে বেকায়দায় ফেলার মতো অবস্থা তৈরি করতে পারে।
তবে আর দেরি না করে চলুন জেনে নেই ফেসবুকে আইডি হ্যাক হওয়ার কারণগুলো সম্পর্কে।
লাইক চাওয়া পোস্টগুলোতে লাইক নয়
ফেসবুকে চটকদার পোস্ট দিয়ে তাতে অধিকাংশ সময় লাইক চাওয়া হয়। ইসেটের বিশ্লেষকেদের পরামর্শ হচ্ছে, যে পোস্টগুলোতে লাইক চাওয়া হয় সে পোস্টগুলোতে ক্লিক করা থেকে বিরত থাকুন। ফেসবুকের নতুন গ্রাফ সার্চের ফেসবুক অ্যাক্টিভিটি লগ থেকে অজানা বা অচেনা কোনো প্রতিষ্ঠান, পণ্য বা সাইটে আপনি লাইক দিয়েছেন কিনা তা নিশ্চিত করে নিন। এ ধরনের পোস্ট ম্যালওয়্যারের খনি হতে পারে।











