শুক্রবার৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ আটক ৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া হয়ে উঠছে সংঘবদ্ধ ডাকাতচক্র। প্রায়ই ঘটছে ডাকাতির ঘটনা। সাধারণ যাত্রীদের পাশাপাশি বিদেশফেরত যাত্রীদের সর্বস্বান্ত করছে ডাকাতরা।”

এবার র‌্যাবের টহল গাড়িতে ডাকাতির চেষ্টায় দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. সুজন(২০), মো. রাসেল(২৭), মো.আলাউদ্দিন(১৯), মো.বাদশা হোসেন দিপু (২৩), মো.সাব্বির (১৯), মো.হাবিবুর রহমান (১৯), মো.মিন্টু (২৩), মো.সিয়াম (১৯)। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ১টি স্টীলের তৈরি চাপাতি, ১টি বড় ছোরা, ১টি হাতুড়ি এবং ১টি শাবল।”

;আজ (শুক্রবার) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় র্যাব-১১ স্থানীয় ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মুনিরুল আলম।”

;তিনি জানান, ডাকাতচক্র নির্মূল করতে গতকাল রাতে র‌্যাব-১১’র দুইটি দল সাদা পোশাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি পালন করছিল। একটি দল মুন্সীগঞ্জে গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে আটকা পড়ে। এ সময় সাধারণ যাত্রীবাহি গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ডাকাত র‌্যাবের গাড়িটি ঘিরে ফেলে।”

;একপর্যায়ে ডাকাত দল গাড়ির ওপর চড়াও হয়ে হানা দিলে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ সময় ডাকাত দলের আটজনকে অস্ত্রসহ আটক করেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.